Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের প্রথম হিজাবী পাবলিক প্রসিকিউটর তুবা এরসোজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:৩৬ পিএম

তুরস্কের প্রথম হিজাব-পরিহিত পাবলিক প্রসিকিউটর বা সরকারী আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন তুবা এরসোজ। বুধবার দেশটির বিচারপতি ও প্রসিকিউটর কাউন্সিলের (এইচএসকে) তাকে নিয়োগ করেছে।

তুরস্কের বিচারক ও প্রসিকিউটর কাউন্সিল (এইচএসকে) বেশ কয়েকটি প্রদেশ জুড়ে ৪ হাজার ৬২৬ জন বিচারক ও প্রসিকিউটরদেরকে রদবদলের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসাবে ২০২০ সালের গ্রীষ্মকালীন ডিক্রি অনুসারে এরসোজকে কনিয়ার বেয়াহির জেলাতে প্রধান পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়।

বিচারকদের এবং প্রসিকিউটরদের তাদের নতুন অবস্থানের জন্য অভিনন্দন জানিয়ে তুরস্কের আইন মন্ত্রী আব্দুলহামিত গুল টুইটারে লিখেছেন, ‘আমি বিচারক ও প্রসিকিউটর কাউন্সিল কর্তৃক নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের তাদের নতুন পদে সাফল্য কামনা করি এবং আমি আশা করি এই নিয়োগ বিচার বিভাগের জন্য আরও ভাল ফলাফল নিয়ে আসবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ