Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকালীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এক কেজি চাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:২০ পিএম

সাংবাদিক অভিনেতা আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক কেজি চাল’। এতে অভিনয় করছেন প্রিয়াংকা ইসলাম ও অভিনেতা আহমেদ সাজু। রোমিও জানান ফেসবুক টাইমলাইন স্ট্যাটাস থেকে নেয়া একটি কাহিনীকে কেন্দ্র করে ‘এক কেজি চাল’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা একটি নিম্নবিত্ত পরিবারের অভাবের চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রে দেখা যাবে, মেয়ে তার বাবাকে মুঠোফোনে ফোন করে চাল আনতে বলবে। ঘরে শুধু তেল পেঁয়াজ ছাড়া আলু ভর্তা করেছে সে। বাবা চাল আনলে তার মা ভাত রান্না করবে। তখন এক বেলা খেতে পারবে। বাবা এক কেজি চাল নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় হঠাৎ করেই হাঁপানির শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানি রোগে ভুগছিলেন। কিন্তু করোনার সন্দেহে কেউ তার বাবার লাশের কাছে আসে না।

 



 

Show all comments
  • Shaharear ১৯ জুন, ২০২০, ১২:৪২ পিএম says : 0
    এক কাপ চায়ের পর এখন আসলো এক কেজি চাল। খুব ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ