Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক গোলমাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:১৮ পিএম

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক গোলমাল। ধারাবাহিকটির নির্মাণের ঘোষণা দেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, আধুনিক শহরের একই মহল্লার অর্ধ শিক্ষিত নব্যধনী তিন পরিবারের মেকি আধুনিকতার প্রতিযোগিতা, পারিবারিক সম্পর্ক- সম্পর্কের স্খলন, প্রেম-বিরহ, মান-অভিমান, দ্বদ্ব-সংঘাত, হাসি-কান্নার সম্মিলনে, চলমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের রম্যরূপ নাটকীয়ভাবে তুলে ধরা হবে ধারাবাহিকটিতে। করোনায় অর্থনীতির ব্যাপক ধ্বসের মধ্যেও দর্শকদের নির্মল বিনোদনের কথা চিন্তা করে আরটিভি নিজস্ব অর্থায়নে এই প্রতিদিনের ধারাবাহিকের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। একাধিক নির্মাতা ও চিত্রনাট্যকারের রচনা ও পরিচানায় এটি নির্মিত হবে। এতে অভিনয় করবেন, নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রীসহ একদল প্রতিশ্রæতিশীল তরুণ অভিনেতা-অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ