Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:০২ এএম

লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে বেইজিং ও দিল্লি। এ ঘটনায় সেনাদের প্ররোচনা দেওয়া বন্ধ করে ভবিষ্যতে নিজ বাহিনীকে নিয়ন্ত্রণের জন্য দিল্লির প্রতি আহŸান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর অভিযোগ করেছেন, সেদিন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল চীনা বাহিনী। এর জেরেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গেøাবাল টাইমসের প্রচ্ছন্ন হুমকি, শুধু বেইজিং-এর নয় বরং চীন, পাকিস্তান ও নেপালের ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে দিল্লি। সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর ইন্টারন্যাশনাল রিলেশন্স ইনস্টিটিউট-এর একজন রিসার্চ ফেলো হু ঝিয়াং। বুধবার গেøাবার টাইমসকে তিনি বলেন, ‘সীমান্ত পরিস্থিতি পরিবর্তনের কোনও ইচ্ছা আদৌ চীনের নেই। ঘটনাটি নিয়ন্ত্রণরেখার চীনা অংশেই ঘটেছে। ফলে সংঘর্ষকালে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হয়। এই সংঘাতে ভারতীয় পক্ষ থেকে পুরোপুরি উসকানি দেওয়া হয়েছিল।’ এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, ‘ভারত একই সময়ে চীন, পাকিস্তান ও নেপালের সঙ্গে সীমান্ত বিরোধে জড়িয়েছে। পাকিস্তান চীনের নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। নেপালের সঙ্গেও বেইজিং-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপ‚র্ণ অংশীদার।’ হু ঝিয়াং বলেন, ‘ভারত যদি সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তোলে তবে তারা দুইটি বা এমনকি তিনটি ফ্রন্টের সামরিক চাপের মুখোমুখি হতে পারে। এটি দিল্লির সামরিক সক্ষমতার অনেক বেশি বাইরে। এটি বরং ভারতকে একটি বিপর্যয়কর পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে।’ তিনি বলেন, ‘এখনই এই পরাজয় দিল্লির জন্য বিপর্যয়কর হবে। কেননা সেখানকার উদীয়মান হিন্দু জাতীয়তাবাদ এমন একটি ব্যর্থ পরিণতি মেনে নেবে না এবং মোদি সরকারের পতন ঘটবে।’ এই চীনা বিশ্লেষক বলেন, ‘ভারতীয় নীতিনির্ধারকদের এই পরিস্থিতি ভুলভাবে নেওয়া উচিত নয়। কেননা, তাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে, চীন-মার্কিন সম্পর্কের অবনতিশীল পরিস্থিতি দিল্লিকে বেইজিংকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ করে দেবে। কেননা, চীন বা যুক্তরাষ্ট্র কারও জন্যই ভারত কোনও গুরুত্বপ‚র্ণ বিষয় নয়। চীনা বিশেষজ্ঞদের বরাত দিয়ে গেøাবাল টাইমস লিখেছে, মোদ সরকারের ভারতে মার্কিনপন্থী শক্তি নিয়ন্ত্রণ করা উচিত। কেননা চীনকে উস্কে দেওয়ার মতো ম‚র্খতাপ‚র্ণ আন্দোলন গুরুতর পরিণতি ঘটাতে পারে। এদিকে সোমবারের ওই রক্তক্ষয়ী হামলায় নিজেদের ২০ সেনাকে হারানোর কথা স্বীকার করলেও দৃশ্যত চুপ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় তাকে। ১৭ জুন বুধবার সকালে এক টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী চুপ কেন? কেন তিনি লুকিয়ে আছেন? যথেষ্ট হয়েছে! কী ঘটেছে (ভারতীয় সেনাদের প্রাণহানি) তা আমাদের জানতে হবে। আমাদের জওয়ানদের হত্যা করার স্পর্ধা চীনের হয় কী করে? কোন সাহসে তারা আমাদের জমি নিয়ে নেয়?’ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় অন্য নেতারাও এ ইস্যুতে মোদির বক্তব্য দাবি করেন। সমালোচনার মুখে এদিকে করোনাভাইরাস সংকট নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে কথা বলেন মোদি। তিনি বলেন, ‘আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে, সেনাদের আত্মত্যাগ বিফলে যাবে না।’ ভারতীয় সেনাদের প্রাণহানির ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে মোদির নীরবতার ঘটনায় দেশজুড়ে সমালোচনা হলেও ভিন্ন যুক্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চীনা সেনাদের ভারতীয় ভ‚খÐে প্রবেশের কথা স্বীকার করলে মোদি সরকারের ভাবম‚র্তিক্ষুণ্ন হওয়ার শঙ্কা তো ছিলই। এর সঙ্গে রয়েছে চীন-ভারত বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। পিপলস টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড, টাইমস অব ইন্ডিয়া।

 

 



 

Show all comments
  • Aminur Chowdhry ১৯ জুন, ২০২০, ১:০৭ এএম says : 0
    ত্রিমুখী নয় চতুর্মুখী প্রকাশ্যে নিরবে ?
    Total Reply(0) Reply
  • Lokman Hossain ১৯ জুন, ২০২০, ১:০৮ এএম says : 0
    উচিত শিক্ষা দেবে চীন।
    Total Reply(0) Reply
  • Md Motiur Rahman ১৯ জুন, ২০২০, ১:০৯ এএম says : 1
    আমাদের বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। যদি ভারত -চীন এর মধ্যে যুদ্ধ সংঘটিত হয় তাহলে বাংলাদেশ এর কম ক্ষতি হবে না।
    Total Reply(0) Reply
  • Ali Nur Khan ১৯ জুন, ২০২০, ১:০৯ এএম says : 1
    Silence and table discussion is the best way to solve the problem
    Total Reply(0) Reply
  • Sabbir Khan ১৯ জুন, ২০২০, ১:১০ এএম says : 0
    যেমন বাড়ছিলো,,,,, পতনটাও তেমন হচ্ছে,,
    Total Reply(0) Reply
  • Sabbir Ahmad ১৯ জুন, ২০২০, ১:১১ এএম says : 0
    যারা এতদিন মুসলমানের রক্ত নিয়ে খেলছিল।তারা এখন স্বাথের জন্য একে অপরকে মারছে।
    Total Reply(0) Reply
  • Mollah Mohammad Rubel ১৯ জুন, ২০২০, ১:১২ এএম says : 0
    ফেলানির আত্মা মনে হয় একটু শান্তি পেয়েছে, এই জানোয়ার গুলোই মেরে তারে ঝুলিয়ে রেখেছিলো,,চীন মনে হয়ে ফেলানির হয়ে প্রতিশোধটা নিয়ে নিলো,,,,!!! সংখ্যা আর একটু বেশি আশা করছি,পরের বার পোষায় দিও,আলহামদুলিল্লাহ।
    Total Reply(1) Reply
    • Liton ১৯ জুন, ২০২০, ৬:১৫ এএম says : 0
      No war Please
  • Md Abdul Hakim ১৯ জুন, ২০২০, ১:১২ এএম says : 0
    এবার ভারত যাতে সার্জিক্যাল স্ট্রাইক নামে কোনো গাছ ধ্বংস না করে।
    Total Reply(0) Reply
  • Suma Roy ১৯ জুন, ২০২০, ১:১৩ এএম says : 0
    ভারতের আরএসএস বাহিনী কাশ্মীর , দিল্লী, গুজরাট, তেলেনি পাড়ায় যখন মুসলিমদের উপর দাঙ্গা চালায় তখন বিশ্ববাসী সেগুলো দেখেছে। আজ পাপের প্রায়শ্চিত্ত কর। তোদের জন্য একটুও সহানুভূতি হল না আমার।
    Total Reply(0) Reply
  • AB Malek ১৯ জুন, ২০২০, ১:১৩ এএম says : 0
    আশা করি চীন আবার একটা নতুন অস্ত্র বের করে, ইন্ডিয়াকে আবার নতুন করে ইচ্ছেমত কেলাবে।
    Total Reply(0) Reply
  • Mamunur Rashid ১৯ জুন, ২০২০, ১:১৪ এএম says : 0
    ইতাহাস ঘাটলে দেখবেন এই জাতীটা কত হিংসুক । এদের অত্যাচারে উপমহাদেশ ভাগ করোতে বাধ্য হইছে । এখনো মুসলিমদের উপর একই রকম অত্যাচার চালাচ্ছে । দেশ ভাগ করার পরও পাশের দেশগুলোকে সব সময় জ্বালাচ্ছে। এই দেশটাকে 50 টুকরা করা উচিৎ । তখন পাশের দেশগুলো শান্তিতে থাকবে।
    Total Reply(0) Reply
  • Ziaur Rahman ১৯ জুন, ২০২০, ১:১৪ এএম says : 0
    মারেন চিন পাকিস্তান নেপাল সবাই মিলে মারেন , মনে রাখবেন মারের উপর ঔষধ নাই সোযগ পেরেই মারেন ।এই সোযগ আর ফিরে নাও আসতে পারে ! এ কবারে না মেরে থেমে থেমে মারেন বডারে ওরা আমার বোন ফেলানী কে মেরেছে । ।
    Total Reply(0) Reply
  • murad ১৯ জুন, ২০২০, ৭:৪৫ এএম says : 0
    Jamai r vashur er maramari te koney Bangladesh chup thakbe I guess
    Total Reply(0) Reply
  • Mehedi hasan ১৯ জুন, ২০২০, ৮:১৬ এএম says : 0
    ইন্ডিয়ার মোদি কে দেখে মনে হচ্ছে যেন তিনি অন্য দেশের প্রধানমন্ত্রী। আসলে মোদির কোন যোগ্যতা নেই।ধর্ম কে পুজি করে ক্ষমতায় আসচ্ছে। ভারত যে চিনের পায়ের তলাই পড়েই রবে তা ভারতের নীরবতায় বলে দেয়
    Total Reply(0) Reply
  • habib ১৯ জুন, ২০২০, ১০:৪৫ এএম says : 0
    BJP and RSS policy toward Muslim and neighborhood is very dangerous...India is dominating by Israel and America takget only Muslim..
    Total Reply(0) Reply
  • ash ১৯ জুন, ২০২০, ১১:২৩ এএম says : 0
    THIS IS THE CHANCE FOR PAKISTAN & CHINA, BREAK INDIAN BOTH WINGSS KASHMIR & 3 SISTAR
    Total Reply(0) Reply
  • ali azam ১৯ জুন, ২০২০, ৫:১৪ পিএম says : 0
    আসলে যুদ্ধ কারো জন্যই ভালো ফল বয়ে নিয়ে আসেনা তাই আমরা চাই যুদ্ধ যাতে না হয় আর আমরা যারা ভারত সম্বন্ধে খারাপ মন্তব্য করে তাদেরও করা উচিত নয় কারণ তারা যে খারাপ তাদের সাথে আমাদের কি পার্থক্য রইল যে যেরকম কাজ করবে তার ফল সে ভোগ করবে আরেকটা কথা আমি বলি আমরা শুধু ভারতকেই দোষী কিন্তু চায়না আমাদের মুসলমানদের উপর কম অত্যাচার করে না বরঞ্চ ভারতের চাইতেও বেশি তাই আমাদের নিরব থাকাই ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ