Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটলান্টায় কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৬:৫৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ যুবককে যে পুলিশ কর্মকর্তা গুলি করে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে বলে বুধবার ফুলটন কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান। -ফক্স নিউজ, সিএনএন
জ্যারেট রলফেই রেইশার্ড ব্রুকসকে গুলি করেন এবং এরপর লাথি মেরে মাটিতে ফেলে দেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, রলফের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। ব্রুকসকে ৩টি গুলি করেন রলফে। যার দুটি তার পিঠে লাগে। আর একটি গিয়ে লাগে ৩ আরোহী সহ একটি গাড়িতে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় , গুলি লাগার পর রলফে ‘ আমি তাকে পেয়ে গেছি ’ বলে চিৎকার করছেন ।

ব্রুবসের বিধবা স্ত্রী টমিকা মিলার এই অভিযোগ গঠনের পর বলেন , আমি খুবই আঘাত পেয়েছি। আমি এই ঘটনার সুবিচার প্রত্যাশা করি।

ব্রুকসের হয়ে যে আইনি ফার্মটি মামলা লড়ছে , তারা এক বিবৃতিতে বলেছে , সে নিজের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিল , যা তার নাগরিক অধিকার। অফিসার রলফে তার টিজারটি ফেলে দেন এবং নিজের সার্ভিস অস্ত্র বের করে ব্রুকসের পিঠে গুলি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ