বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় খালের পানিতে তলিয়ে যাওয়া ছয় বছরের লাইসার মরদেহ প্রায় ২২ ঘন্টা ভেষে উঠেছে ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাজীবাড়ী এলাকার নয়নজুলি খালের একাংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
লাইসা তার বাবা মুদি দোকানী মো. রাকিব ও গার্মেন্টকর্মী মায়ের সাথে স্থানীয় মো. মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জুসখোলা থানায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক জিহাদ মিয়া জানান, বুধবার দুপুরে ঘোষবাগ কাজীবাড়ী এলাকায় নিজ বাসার সামনে নয়নজুড়ি খালের সরু ড্রেনের পানিতে পড়ে যায় লাইসা। পরে খবর দিনভর বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্যের একটি ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু বৃষ্টি, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে উদ্ধারকাজ স্থগিত ঘোষনা করেন।
এরপর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিখোঁজ শিশু লাইসার মরদেহ নয়নজুলি খালের একাংশে ভেসে উঠলে তাদের খবর দেয় স্থানীয়রা। পরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয় বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।