মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ ঘোষণা দেন। তিনি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে। উভয় দেশ তাদের অর্থনীতিক কর্মকাÐ চালু করলেও সীমান্ত বন্ধ রাখাটা খুবই গুরুত্বপ‚র্ণ, যা আমাদের উভয় দেশের মানুষকে সুরক্ষিত রাখবে। কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। এ অবস্থায় লকডাউন তুলে নেয়া রাজ্যগুলোতে নতুন করে করোনায় সংক্রমণ শুরু হয়েছে এবং হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেতে শুরু করেছে। এ কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সীমান্ত বন্ধ রাখার এ ঘোষণাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।