Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফার চিঠিতে অনিয়মের উল্লেখ নেই!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১:৩১ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নিয়ে বাফুফেকে জরুরি বার্তা পাঠিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু সেই জরুরি বার্তায় নির্বাচন নিয়ে অনিয়মের কোন কিছু উল্লেখ করা হয়নি। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাফুফের অন্যতম দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি নির্বাচন নিয়ে অনিয়ম হচ্ছে অভিযোগ করে সম্প্রতি ফিফার কাছে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির জবাবে ফিফা তাদের জানিয়েছে তারা বিষয়টি দেখবে। সোহাগ জানান, বাফুফেকে পাঠানো জরুরি বার্তায় নির্বাচন নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে ফিফা। যে চিঠিতে বলা হয়েছে করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাফুফের এজিএম ও নির্বাচন আয়োজন না করা যাবেনা। ফিফার চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বুধবার বলেন, ‘একদিন আগে ফিফা থেকে নির্বাচন নিয়ে একটি নির্দেশনামূলক চিঠি পেয়েছি আমরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোন প্রকার স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায় বাফুফের এজিএম ও নির্বাচন আয়োজন করা যাবে না।’

তিনি যোগ করেন, ‘চিঠিতে ফিফা আরো বলেছে যে, বাংলাদেশ থেকে প্রতিনিয়ত নানা ধরনের চিঠি পাচ্ছে তারা। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা দুর্যোগের মধ্যেই বাফুফে নির্বাচন আয়োজন করতে চায়। তাই নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিলে তা যেন ফিফাকে অবহিত করা হয়।’

গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাফুফের এজিএম ও নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে গেলে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বাফুফে। পরবর্তী নির্বাচনে নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত বাফুফের বর্তমান কমিটিকেই দায়িত্ব পালন করতে ফিফা নির্দেশ দেয়।

তবে নির্বাচন স্থগিত হলেও ভোটের জন্য বড় একটি কাজ এগিয়ে রেখেছে বাফুফে। আর তা হলো, তাদের সদস্য সংস্থার প্রতিনিধিদের নাম সংগ্রহ। যারা বাফুফের আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এই প্রতিনিধি বা কাউন্সিলর নিয়ে কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে বাফুফের বিরুদ্ধে। বিষয়টি আদালত এবং ফিফা পর্যন্ত গড়িয়েছে। তবে অভিযোগগুলো আমলে নিয়ে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ