Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারত রক্ষা করছে না

বিবৃতিতে আসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে বাংলাদেশ সরকারের কাছে এ ধরণের অমানবিক ও নৃশংস হত্যাকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

আসক বলছে, ১৫ জুন নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে সুভাস রায় নামে এক রাখালের মৃত্যু হয়। সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আসক এর তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ২০১৯ সালে ৩৭ জন গুলিতে ও ৬ জন নির্যাতনে মারা গেছেন। বছরের পর বছরে ধরে এমন হত্যাকান্ড ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। ভারত সরকারের কাছ থেকে এ ধরণের হত্যাকান্ড বন্ধে বিভিন্ন সময় নানা প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। যা অত্যন্ত হতাশাজনক। ভারতের এমন আচরণ অগ্রহণযোগ্য। এ ধরণের নির্যাতন ও হত্যাকান্ড প্রকৃতপক্ষে দুই দেশের জনগণের মধ্যে বৈরিতা আর অবিশ্বাস তৈরি করছে। আসক মনে করে এমন নির্যাতন ও হত্যাকান্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। বাংলাদেশ সরকার এসব বন্ধে অনতিবিলম্বে ভারত সরকারের সাথে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ