মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভের কারণ দুইটি। জার্মানি ন্যাটোর সিদ্ধান্ত মেনে প্রতিরক্ষায় খরচ করছে না। আর বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সুবিধা দিচ্ছে না। আশঙ্কাটা আগে থেকেই ছিল। এ বার সেই ঘোষণাটাও করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানিতে যে মার্কিন সেনা আছে তার সংখ্যা কমিয়ে দেওয়া হবে। জর্মানিতে এরপর ২৫ হাজার মার্কিন সেনা থাকবে। জার্মানি থেকে সেনা কমাবার সিদ্ধান্ত কেন নিতে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? ট্রাম্প বলেছেন,‘আমরা জার্মানিকে রক্ষা করছি, আর ওরা আমাদের অবহেলা করছে। এর কোনও মানে হয় না। আমরা জার্মানিতে সেনার সংখ্যা কমিয়ে ২৫ হাজার করে দেব। ওখানে সেনা বহাল রাখতে অ্যামেরিকাকে প্রচুর খরচ করতে হচ্ছে।’ ট্রাম্পের দাবি, ন্যাটোর সদস্য হিসাবে ২০২৪ সালের মধ্যে জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষাখাতে খরচ করার কথা জার্মানির। কিন্তু তা তারা করছে না। জার্মানি বলছে, ২০৩১ সালের মধ্যে তারা প্রতিরক্ষায় এতটা অর্থ খরচ করতে পারবে। বার্লিন যদি অর্থের পরিমাণ না বাড়ায়, তা হলে অ্যামেরিকা সেনা কমাতে থাকবে। ট্রাম্পের অভিযোগ হলো, বাণিজ্য ক্ষেত্রেও অ্যামেরিকার স্বার্থরক্ষা করছে না জার্মানি। তাই বাণিজ্যের ক্ষেত্রে এবং ন্যাটোর দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে তাঁদের আচরণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।