মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্ব›দ্বী জো বাইডেন অনেক সুবিধাজনক অবস্থানে আছেন বলে সিএনএনের সর্বশেষ জরিপে দেখা গেছে। কারণ হিসাবে বলা হয়েছে নারী ভোটারদের বিরাট অংশ এই নির্বাচনে বাইডেনকে ভোট দেবেন। জরিপে বলা হয়, ট্রাম্পের চেয়ে নারী ভোটে বাইডেন যে ব্যবধানে এগিয়ে আছেন তা ‘ঐতিহাসিক’ বলা চলে। গত ৭০ বছরের মধ্যে নারী ভোটারদের মধ্যে পরিচালিত জরিপে এত ব্যবধান দেখা যায়নি বলে উল্লেখ করা হয়। জরিপ মতে, বাইডেন পাবেন ৫৯ শতাংশ নারীর সমর্থন আর তার বিপরীতে ট্রাম্প পাবেন ৩৫ শতাংশ নারী ভোটারের সমর্থন। অর্থাৎ ২৫ শতাংশ ব্যবধান তাদের মধ্যে। জরিপে আরো বলা হয়, বাইডেনের জনপ্রিয়তা প্রতিদিনই বেড়ে চলেছে। এতে নির্বাচনে ভালো ফল করার ক্ষেত্রে তাকে আশাবাদী করে তুলবে সন্দেহ নেই। উল্লেখ্য, চলতি বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনী প্রচারণা সেভাবে জমে উঠছে
না। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।