Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বার্থ রক্ষায় বেইজিং পিছু হটবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০১ এএম

কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর এক লাখ টন ধারণ ক্ষমতার তিনটি বিমানবাহী যুদ্ধ জাহাজ প্রশান্ত মহাসাগরে টহল দিচ্ছে। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগান ও ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এবং ইউএসএস নিমিতজ প‚র্ব অংশে টহল দিচ্ছে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় পিছু হটবে না বেইজিং। গেøাবাল টাইমসের ওই প্রতিবেদনটি চীনের পিউপিলস লিবারেশন আর্মির সরকারি ইংরেজি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এতে চীনা সেনাবাহিনীর অস্ত্র সক্ষমতার কথা উল্লেখ করে বলা হয়েছে, নিজেদের সক্ষমতা প্রদর্শন করতে মহড়া আয়োজন করতে পারে বেইজিং। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিমানবাহী যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম ডিএফ-২১ডি এবং ডিএফ-২৬ এর মতো জাহাজ ধ্বংসকারী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারে চীন।’ মার্কিন নৌবাহিনীর সাতটি বিমানবাহী যুদ্ধ জাহাজের তিনটিই এখন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় টহলে রয়েছে। বাকি চারটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বন্দরে অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রশান্ত মহাসাগরে টহলে থাকা তিনটি মার্কিন যুদ্ধ জাহাজের প্রতিটি ৬০টিরও বেশি বিমান বহনে সক্ষম। ২০১৭ সালে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মস‚চি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে চ‚ড়ান্ত উত্তেজনার পর ওই অঞ্চলে এতো বেশি বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েন করেনি যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সমুদ্র ও তাইওয়ান নিয়ে বেইজিং-ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসব যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার প্রশান্ত মহাসাগরে বিমানবাহী মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতির খবর প্রথমবারের মতো সামনে আনে বার্তা সংস্থা এপি। হাওয়াইয়ের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডিরেক্টর অব অপারেশন্স রিয়ার অ্যাডমিরাল স্টিফেন কোহেলার মার্কিন বার্তা সংস্থাটিকে বলেন, ‘বিমানবাহী যুদ্ধ জাহাজ এবং আক্রমণে সক্ষম জাহাজগুলো মার্কিন নৌশক্তির প্রতীক। সিএনএন, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ