প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি টাউনে জোর শোরগোল শুরু হয়ে গেছে। তার অকাল মৃত্যুতে একের পর এক তারাকারা নানা মন্তব্য করছেন। পাশাপাশি মানসিক অবসাদে ভোগার কথাও অকপটে স্বীকার করছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী পার্ণো মিত্র।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন পার্ণো মিত্র। সেখানে তিনি লিখেছেন, 'মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আমি বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। এই কষ্ট কিছুতেই দূর হতে চায় না। একটা আস্তরনের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ি, আর সেখান থেকে বের হতে পারি না। এট কারোর কাছে বলা বা প্রকাশ করা সহজ নয়। এটি একটি মানুষকে ধীরে ধীরে ধ্বংস করতে থাকে।'
অন্য একটি টুইট বার্তায় সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, আপনি যদি এই সমস্যায় পড়েন, তাহলে যেকোন কারো সহযোগিতা নিন। অন্যথায় এর থেকে পরিত্রান পাওয়া সম্ভব নয়। এমন সমস্যায় আমিও পড়েছি এবং মোকাবিলাও করেছি। যদিও এতটা সহজ ছিল না। আমার চিকিৎসকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। দয়া করে এটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে দিবেন না।'
অভিনেত্রীর কথায়, 'এই সময় মানুষ নিজেকে খুব ছোট ভাবতে শুরু করে। একটা অন্ধকারের দিকে এগিয়ে যায়। আর সেকারণে বলব, দয়া করে এসব মানুষের প্রতি যত্নবান হোন।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।