Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ডেট্রয়েট থেকেও কলম্বাসের ভাস্কর্য সরানো হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ২:১১ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে ১১০ বছর আগে স্থাপন করা ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত থাকায় ১৫ জুন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান কলম্বাসের আবক্ষ ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার আদেশ দেন।
জর্জ ফ্লয়েড হত্যা এবং এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রতিবাদের মধ্যেই আলোচনায় উঠে এসেছে কলম্বাসের নাম। আদিবাসী মানুষের ওপর তিনি যে নিষ্ঠুরতা চালিয়েছেন তার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে এই নাবিকের ভাস্কর্য সরিয়ে ফেলার ডাক উঠেছে। এরই মধ্যে তিনটি ভাস্কর্যের ওপর হামলা করা হয়েছেÑ একটি লেকে ফেলে দেয়া হয়েছে, একটির মুণ্ডু আলাদা করে ফেলা হয়েছে ও আরেকটি টেনে মাটিতে নামিয়ে আনা হয়েছে। প্রতিবাদকারীরা জানিয়েছেন, আদিবাসী মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্যই তারা কলম্বাসের ভাস্কর্যকে টার্গেট করছেন।
আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের সঙ্গে কলম্বাসের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ এবং এই মানুষদের জীবনকে বিপন্ন করেই তিনি সহিংস পন্থায় উপনিবেশ স্থাপন করতে চেয়েছিলেন। এরই মধ্যে মিনেসোটা, আলাস্কা, ভারমন্ট ও ওরেগনের মতো ডজনখানেক শহর কলম্বাস দিবসের জায়গায় আদিবাসী দিবস পালন করছে। কলম্বাস ও পরবর্তীতে অন্য ইউরোপীয় অভিযাত্রীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিষ্ঠুরতা চালিয়েছে তারই প্রতিবাদে এটি করা হয়েছে।
আমেরিকা অঞ্চলে যতদিন ছিলেন ততদিন স্থানীয় অধিবাসীদের তাদের হয়ে কাজ করতে বাধ্য করেছেন কলম্বাস। পরবর্তীতে তিনি ক্যারিবীয় অঞ্চলের তাইনো ইন্ডিয়ান আদিবাসীদের দাস হিসেবে স্পেনে বিক্রির জন্য পাঠান, যাদের মধ্যে অনেকেই জাহাজে মৃত্যুবরণ করেন। যেসব আদিবাসীকে দাসত্বের জন্য বিক্রি করা হতো না তাদের দিয়ে খনি থেকে স্বর্ণ উত্তোলন করানো ও চাষবাসের কাজ করানো হতো। সূত্র: সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ