মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ কেনিয়ায় করোনা মহামারিতে যে পরিমাণ লোক মারা গেছে তার চেয়ে অনেক বেশি মারা গেছে কার্ফিউ চলাকালীন পুলিশের গুলিতে। খবর আনাদোলু এজেন্সি'র। দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। দেশটির মানুষ করোনাকে যতটা না ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি ভয় পাচ্ছেন পুলিশের বিধ্বংসী আচরণকে। এ পর্যন্ত করোনার চেয়ে পুলিশের পিটুনিতেই বেশি মানুষ মারা গেছে কেনিয়াতে।
দেশটিতে মাদারে নামক সবচেয়ে দরিদ্র বস্তিতেও করোনাভাইরাস আঘাত হেনছে। তিন বর্গমাইলব্যাপী বিশাল এই বস্তিতে কম করে হলেও পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দা এলিজা কানি গত এক দশকের বেশি সময় ধরে এই বস্তির বিভিন্ন ইস্যু নিয়ে রিপোর্টিং করে আসছেন। তার মতে, এই বস্তির মূল চারটি সমস্যার মধ্যে আছে দারিদ্র্য, দুর্বল পয়ঃনিষ্কাশন, অতি জনসংখ্যা ও পুলিশি বর্বরতা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের মধ্যে অন্তত তিন মিটার দূরত্ব বজায় রাখতে বললেও মাদারেতে এক মিটার দূরত্ব বজায় রাখাও কষ্টকর। ২৫ মার্চ পর্যন্ত মাদারেতে করোনায় কোনো আক্রান্ত ছিল না। কিন্তু দেশের অন্য স্থানে তখন ২৫ জন আক্রান্ত হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন। কারফিউ ঘোষণায় আতঙ্কিত হয়ে ওঠে মাদারের জনগণ। কারণ, পুলিশের সঙ্গে তাদের সংঘাতের তিক্ত অভিজ্ঞতা আছে।
কেনিয়ার পুলিশের বিরুদ্ধে শুধু ২০১৯ সালের তিন হাজারটি নির্যাতনের অভিযোগ আছে। মাদারেতে করোনাভাইরাস আসার আগেই একে কেন্দ্র করে দেওয়া কারফিউর মধ্যে পুলিশের হাতে ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়। ইয়াসিন নামের ওই শিশুর মা খাদিজা আবদুল্লাই হুসেইন বলেন, ‘রাস্তায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। কয়েক মিনিট পরেই আমি গুলির শব্দ শুনতে পাই। বাচ্চাদের আমি শুয়ে পড়তে বলি। এই কথা বলতে বলতেই খেয়াল করি আমার পেছনে চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা ইয়াসিন ঢলে পড়েছে। আমার সন্তান আমাকে বলছিলÑ ‘মা, আমার গুলি লেগেছে’।’ নিজ সন্তান হত্যার বিচার খোদার কাছে চেয়ে কাঁদতে থাকেন খাদিজা।
ইয়াসিন হত্যাতেই থেমে থাকেনি পুলিশি বর্বরতা। কারফিউর মধ্যেই রাস্তায় অপর এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানান, পুলিশ পিটিয়ে ওই লোকটিকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘পুলিশ যখন তাকে তাড়া করছিল তখন আমি সেখানে ছিলাম। তাকে লাঠি দিয়ে আঘাত করার পর সে পড়ে যায়। এরপর পুলিশ তাকে ক্রমাগত মারতে থাকে। তাকে করোনাভাইরাস হত্যা করেনি। তাকে হত্যা করেছে পুলিশ।’ স্থানীয়রা ওই ব্যক্তি হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ ওই হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত হওয়ার ঘোষণা দেন। কিন্তু এমন ১০ হাজারের বেশি ঘটনা তদন্তাধীন থাকলেও আজ পর্যন্ত একটি তদন্তও শেষ হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।