Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল বোঝাবুঝির অবসান চায় ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারত ও নেপালের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমে অবসান করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ভারত-নেপাল সম্পর্ক অনেকটা ‘রোটি-বেটি’ সম্পর্কের মতো, বিশ্বের কোনও শক্তিই দুই দেশের মধ্যে থাকা সু-সম্পর্ককে ভেঙে দিতে পারবে না। গেল বছর মোদি সরকার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে বিতর্কিত ‘কালাপানি’ এলাকাকে নিজেদের বলে দাবি করে ভারত। এরপর গত ৮ মে সেই এলাকায় ভারত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটা সড়ক নির্মাণ শুরু করলে আপত্তি তোলে নেপাল। এই সড়কের অন্তত ১৭ কিলোমিটার তাদের এলাকায় পড়েছে বলে দাবি করে দেশটি। ভারত এই আপত্তি অগ্রাহ্য করলে ক্ষুব্ধ নেপাল পুরো কালাপানি এলাকাই নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত দেখিয়ে ভোটাভুটির মাধ্যমে গত পার্লামেন্টের নিম্নকক্ষে সেটা অনুমোদনও করে নিয়েছে। এরই মধ্যে গত শুক্রবার নেপাল সীমান্ত পুলিশের গুলিতে নিহত এক ভারতীয় নিহত হয়েছেন, এসময় আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সবমিলিয়ে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কে এখন উত্তেজনার পারদ বেশ উপরে। এমন পরিস্থিতিতে কিছুটা পানি ঢালার চেষ্টা করছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, ‘নেপালের সঙ্গে আমাদের সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং এমনকি আধ্যাত্মিক সম্পর্কও রয়েছে। নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক রোটি-বেটির সম্পর্ক। আমি আপনাদের আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলতে পারি যে নেপালের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা থাকতে পারে না। এটা এমনই একটি গভীর সম্পর্ক, তাই আমরা আলোচনার মাধ্যমেই বিষয়গুলির সমাধান করব।’ ১৩ জুন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপাল পার্লামেন্টে পাস হয় সংবিধান সংশোধনী বিল। যে বিলে কালাপানি এলাকাকে মানচিত্রে নিজেদের বলে ঠাঁই দিয়েছে কাঠমান্ডু। ২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে এই বিলের পক্ষে ভোট পড়েছে ২৫৮টি। আর এ এলাকাকে আগে থেকেই নিজেদের বলে দাবি করে আসছে ভারতও। নেপালের বিল পাসের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (বিদেশ মন্ত্রণালয়) মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা দেখলাম নেপালের সংসদে সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো হয়েছে। কিন্তু এই মানচিত্রে ভারতীয় ভূখন্ডকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে নেপাল। এ ব্যাপারে আমরা আগেও আমাদের অবস্থান জানিয়েছি।’ এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ