Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সেনার মৃত্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১১:০৮ এএম

ভারত কয়েক মাস ধরে সীমান্তে নানামুখী চাপে আছে। মানচিত্র বিষয়ক মতবিরোধে ‘বন্ধু’ নেপালের সঙ্গে তাদের টানাপড়েন চলছে। ভারতীয় নাগরিকদের ওপর নজিরবিহীনভাবে দেশটির সীমান্ত বাহিনী গুলিও চালিয়েছে সম্প্রতি। ওদিকে লাদাখ সীমান্তে রাস্তার কাজ শুরু করায় চীন দিয়েছে হুমকি।
এর মধ্যে বেশ কয়েক মাস শান্ত থাকার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আবার উত্তপ্ত হচ্ছে। ভারতের দাবি, জম্মুর পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় তাদের এক সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানান, রোববার সকাল আটটার দিকে ওই সেনাকে হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। আহত হয়েছেন আরও দুই জন।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় নিয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে। পাকিস্তানের দুই কর্মকর্তাকে তাড়ানোর পর ইসলামাবাদে থাকা ভারতীয় কর্মকর্তারা শঙ্কায় আছেন। ইসলামাবাদ দূতাবাসের কর্মকর্তারা ‘অবৈধভাবে আটক’ এবং নির্যাতনের শিকার হতে পারেন বলেও শঙ্কা করছে ভারত সরকার।

ভারতকে জবাব দিতে পাকিস্তান তাদের সীমান্ত থেকে দুদিন আগে দুজন ভারতীয়কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

বিষয়টি নিয়ে ভারত নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে পাকিস্তানকে।


এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Azim ১৫ জুন, ২০২০, ৩:৫৭ পিএম says : 0
    বাংগালীকে মারতে,কুপ ভাল লাগে পাকিস্তানিরা যকন ভারতীয় দের মারে তখন কুপ কারাপ লাগে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ