বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাত্র তিন মাস আগেই বিয়ে হয় মৌসুমী আক্তার (১৯) ও নুর ইসলামের (২৬)। হাত থেকে এখনো মুছে যায়নি মেহেদীর দাগ। এর আগেই নিভে গেলো মৌসুমীর জীবন প্রদীপ। দাম্পত্যের কলহের জেরে গত শনিবার রাতে শ্বশুরবাড়িতে সে আত্মহত্যা করে। তবে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে সংশয়। রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা সোনারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নববধূর মা শামসুনাহার বাদী হয়ে গতকাল রোববার মোহনপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ স্বামী নুর ইসলামকে গ্রেফতার করেছে। মৌসুমী ঢাকা গাজীপুরের এরশাদ আলীর মেয়ে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে । এ ঘটনায় মৌসুমীর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মৌসুমী আত্মহত্যা করেছে। তবে নববধূর বাবার বাড়ির লোকজন বলছে, মৌসুমীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
মৌসুমীর বাবা এরশাদ আলী অভিযোগ করেন, দাম্পত্য কলহের জের ধরে মৌসুমীকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। বিষয়টি তারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। মোহনপুর থানার ওসি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা বোঝা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।