মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান ড. নিনা আহমেদ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। মূল নির্বাচনে জয়ী হলে আমেরিকার ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হবেন।
তিনি ১৯৭৯ সালে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে রসায়নে পিএইচডি করেছেন। তিনি একাই সেদেশে যান। ২১ বছর বয়সে তিনি প্রথম ম্যানহাটনের একটি হোটেলে খুব কম বেতনে ওয়েট্রেসের কাজ করতেন।
মিডিয়াম নামের একটি ওয়েবসাইটে নিজের প্রার্থী নির্বাচিত হওয়ার খবর নিজেই লিখেছেন ড. নিনা। এছাড়া গতকাল শুক্রবার তিনি টুইট করে জানান , ২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে ১১ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে থাকা নিনা আহমেদকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব অভিনন্দন জানান । নিনা আহমেদ ওবামা প্রশাসনের সঙ্গে কাজ করা করেছেন। তিনি একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি - আমেরিকান । তিনি ২০১৪ সালে বারাক ওবামা সরকারে এশিয়া-অ্যামেরিকা বিষয়ক কমিশনের উপদেষ্টা ছিলেন। ফিলাডেলফিয়া সিটি'র ডেপুটি মেয়র হন এরপর। ২০১৮ সালে রাজ্যের লে. গভর্ণর পদে পরাজিত হলেও থেমে থাকেননি। এগিয়ে চলছেন। সূত্র : ইউরোনিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।