Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৬:৪৭ পিএম

লক্ষ্মীপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে শুক্রবার (১২ জুন) দুপুরে ঘরে একা পেয়ে হিরা মনি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিকেল পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মৃত হিরা মনি পশ্চিম গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে ও স্থানীয় পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হিরা মনির বাবা হারুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা ও ছোট দুই ভাইবোনও বাবার সঙ্গে ঢাকায় আছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল। শুক্রবার সকালে সে নিজেদের বাড়ি পশ্চিম গোপীনাথপুরে আসে। ঘরে সে একাই ছিল। এরমাঝে সে পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে কিছু সময় ছিল। এরপর সে আবার ঘরে চলে আসে। কিন্তু দুপুর ২টার দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে যায়। সেখানে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখা পায়। তার শরীর ছিল খাটে, পায়ের অংশ মাটিতে ছিল। ধারনা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরামনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দিয়ে যাই। বিকেলে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা তাকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।
পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর লাশ উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাশ্ববর্তী বাড়ির দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • জহিরুল ইসলাম শামীম ১২ জুন, ২০২০, ৯:৩২ পিএম says : 0
    নোংরা আগুন্তকঃ হীরার পরিচিত কেউ হবে বলে আমার ধারণা। আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে, এবং প্রতিবাদ করতে হবে। তা নাহলে! আমরা যে মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে পরিয়াদ করতেছি তার কোনো মূল্য থাকবে। মনে রাখতে হবে! একটি হত্যাই কেয়ামত ঘটানোর জন্য যথেষ্ট( আল-হাদিস)।
    Total Reply(0) Reply
  • জহিরুল ইসলাম শামীম ১২ জুন, ২০২০, ৯:৩৩ পিএম says : 0
    নোংরা আগুন্তকঃ হীরার পরিচিত কেউ হবে বলে আমার ধারণা। আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে, এবং প্রতিবাদ করতে হবে। তা নাহলে! আমরা যে মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে পরিয়াদ করতেছি তার কোনো মূল্য থাকবে। মনে রাখতে হবে! একটি হত্যাই কেয়ামত ঘটানোর জন্য যথেষ্ট( আল-হাদিস)।
    Total Reply(0) Reply
  • মোঃ রায়হান ১২ জুন, ২০২০, ১১:৪১ পিএম says : 0
    প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।
    Total Reply(0) Reply
  • Md. Rasel islam ১৭ জুন, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    জনসম্মুখে ধর্ষণকারীদের ফাঁসি দেওয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ