Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালো নেই প্রখ্যাত অভিনেত্রী জাহানারা আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৩:০৩ পিএম

প্রখ্যাত অভিনেত্রী, নাট্যকার এবং একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদ এখন কেমন আছেন, কি করছেন, তা অনেকেরই জানা নেই। এখন তিনি অভিনয়ও করেন না, নাটকও লিখেন না। ফলে তাকে কোথাও দেখা যায় না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি খুব একটা ভালো নেই। তার ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার পেছনে অনেক অর্থ ব্যয় হচ্ছে। এ নিয়ে তিনি ভাল নেই। যোগাযোগ করলে তিনি জানান, মন ও শরীর কোনোটাই ভালো নেই। শরীর এতটাই দুর্বল যে কথাও বলতে ইচ্ছে করেনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন।’ অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে তিনি জানান, ফেরা হবে কিনা জানি না। মানসিক অবস্থা ভাল নেই। সন্তান অসুস্থ থাকলে কোন মায়ের মন ভাল থাকে! নাটক লেখা প্রসঙ্গে তিনি বলেন, এখন মানসিক অবস্থা ভালো না। কোন গল্পের প্লটই মাথায় আসছে না। আর কোনদিন নাটক লিখতে পারবো কী না, তাও জানিনা। তবে মন ভাল হলে হয়তো আবার লিখব। জানিনা সামনের দিনগুলো কেমন যাবে। উল্লেখ্য, জাহানারা আহমেদ অভিনীত দর্শকপ্রিয় আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘বাবনের মেয়ে’, ‘সংশপ্তক’,‘সকাল সন্ধ্যা’ ইত্যাদি। অনেক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। জাহানারার জন্ম ফরিদপুরে। সেখানেই পড়াশোনা করেছেন।



 

Show all comments
  • Khalid ১০ জুলাই, ২০২০, ১১:৪৫ এএম says : 0
    ভালো লাগলো!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ