Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১:৪৭ পিএম

সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২জুন) সকালে হাজরাখালী ভাঙ্গন পয়েন্টের অদূরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুক্তিযোদ্ধার নাম আব্দুস সামাদ সানা (৬০)। তিনি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।
নিহতের ছেলে আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে সেখানে একটি খালের সৃষ্টি হয়। বেড়িবাঁধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা দুই ভাই ও তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই খাল পার হতে গিয়ে ভাটার তীব্র টানে তাদের বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ