মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, বাবা দ্বিতীয় বিয়ে করায় হতাশ হয়ে হার্ভার্ড থেকে ছিটকে পড়ি এবং পরে কিভাবে সফল হই সেটাই বিস্ময়। বিল গেটস লাইফ স্টোরিজের কাছে এক ইন্টারভিউতে গত বৃহস্পতিবার এসব কথা বললেন।
ইউটিউবে ‘লুজ এন্ড ডান’ নামের সিরিজ ইন্টারভিউটিতে বিশ্বের খ্যাতনামাদের জীবনী প্রকাশ করছে বৃটেনের ফিনলে নেটফিড। এখানেও এ ইন্টারভিউটি পাওয়া যাচ্ছে। বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা গেটসের প্রতিষ্ঠান ‘গেটস ফাউন্ডেশন’ কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সাহায্যে বিশ্বের অনুন্নত দেশগুলোতে দান করেছে ১৭০ মিলিয়ন ডলার।
বিল গেটস বলেন , ‘ তার তার বাবা উইলিয়াম গেটস ছিলেন একজন সিনিয়র আইনজীবী। আর তার মা মেরি একটি বড় ব্যাংকের নির্বাহী পদে দায়িত্ব পালন করতেন। সুতরাং , তাদের পরিবারে অর্থ - সম্পদের অভাব ছিল না। কিন্তু ১৯২৯ - ৩৯ সালের মহামন্দার সাক্ষী ছিলেন তার বাবা - মা , যে কারণে সন্তানদেরকে তারা হেসে - খেলে বড় হতে দেননি , বরং সেই ছোটবেলা থেকেই শিখিয়েছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রাপ্যটা অর্জন করে নিতে ।
১৩ বছর বয়সে গেটস লেকসাইড স্কুলে ভর্তি হন। এখান থেকেই শুরু হয় তার কম্পিউটারের হাতেখ ড়ি । নিজে নিজেই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা শিখে যান তিনি এবং সহজ - সরল একটি “ টিক - ট্যাক - টো ” গেমও বানিয়ে ফেলেন । ১৯৭৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন গেটস। সেখানে গণিত ও কম্পিউটার বিজ্ঞান শিখছিলেন তিনি। সেসময় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই হতাশা থেকে নিজেকে ব্যস্ত রাখতেই হার্ভার্ডের পড়াশোনা ছেড়ে দিয়ে কয়েকবছর বেকার থেকে ১৯৭৬ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস ।
মাইক্রোসফটের জন্য প্রথম বড় সুযোগটি আসে ১৯৮০ সালে , যখন আইবিএমের কাছ থেকে সুযোগ আসে , তাদের নতুন কম্পিউটারের জন্য বেসিক অপারেটিং সিস্টেম ডেভেলপ করার । ১৯৯০ সালে মাইক্রোস্ফট উইন্ডোজের প্রথম সংস্করণ প্রকাশ করে । এভাবে এগিয়ে যান বিল গেটস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।