Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে লকডাউন ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনা সংক্রমণের ঝুকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নকে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক জসিম উদ্দিন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, সার্কেল সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমূখ। জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সদর ইউনিয়নে লকডাউন কার্যকর হবে। লকডাউন থাকাকালীন সময়ে স্থানীয় সেচ্ছাসেবকরা খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিবে। পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, লকডাউন কঠোর করতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন। সদর ইউনিয়নের শতভাগ লকডাউন করতে পুলিশ প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ