বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিক্ষার্থীকে অপহরণের সময় আটক হয়েছে বখাটে দুই যুবক। এসময় উত্তেজিত জনতা তাদেরকে উত্তম মধ্যম দিয়ে কোতয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রীর বড় ভাই জানান, তার ছোট বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এক বছর যাবৎ তার বোনকে বখাটে সাজ্জাদ হোসেন বিরক্ত করে আসছিলো। গত মঙ্গলবার বিকেলে তার ছোটবোনকে অটোরিকশায় করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মেয়েটির চিৎকারে এগিয়ে এসে বখাটে সাজ্জাদ ও অটোচালক সুজনকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে। কোতয়ালী থানার এসআই ওসমান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছি। মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেয়ার চেষ্টা চলছে। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।