Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি প্রশিক্ষণ নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৩ এএম

পুলিশ বাহিনীতে ইসরাইলি সামরিক প্রশিক্ষণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের একটি শহরের কর্তৃপক্ষ। জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই এ পদক্ষেপ নিলো নর্থ ক্যারোলিনার ওই শহরটি। ডারহাম কাউন্সিলে নৃশংস ইসরাইলি সামরিক প্রশিক্ষণ নিষিদ্ধের এ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ৬-০ ভোটে প্রস্তাবটির পক্ষে রায় দেন কাউন্সিল সদস্যরা। এর আগে ফ্লয়েড হত্যার ঘটনায় দুনিয়াজুড়ে বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই একটি পিটিশন আলোচনায় আসে। ‘ডিমিলিটারাইড! ডারহাম টু প্যালেস্টাইন’ শীর্ষক ওই পিটিশনে এক হাজার ৪০০-এরও বেশি স্বাক্ষর পড়ে। পিটিশনে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির পুলিশের ফিলিস্তিনি জনগণ এবং বর্ণের ভিত্তিতে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা বিচার বহির্ভূত হত্যাকান্ড, অত্যধিক শক্তি প্রয়োগ এবং বর্ণবাদী আচরণের কৌশল নেয়। সামাজিক ন্যায়বিচার দমনের চেষ্টা অব্যাহত রাখে। এসব কৌশল ইসরাইলে প্রশিক্ষিত মার্কিন পুলিশ বাহিনীকে আরও সামরিক করে তোলে। এই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের পুলিশকে কালো ও বাদামী সম্প্রদায়ের মানুষকে ভয়ভীতি দেখাতে সহায়তা করে। ডারহাম কাউন্সিল কর্তৃপক্ষ এখন বলছে, পুলিশ বাহিনীকে সামরিক ধাঁচের প্রশিক্ষণ দেয় এমন যে কোনও দেশ তাদের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। অর্থাৎ, এমন কোনও দেশের সামরিক বাহিনীকে আর ডারহামের পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এর মধ্য দিয়ে ডারহাম যুক্তরাষ্ট্রে ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর প্রশিক্ষণ নিষিদ্ধ করা প্রথম শহরে পরিণত হলো। মিডলইস্ট মনিটর।



 

Show all comments
  • Rafiqul Islam ১১ জুন, ২০২০, ১:৫১ এএম says : 0
    যত অমানবিকতা ও নিষ্ঠুরতার জন্ম দাতা সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল।
    Total Reply(0) Reply
  • মেহেদী ১১ জুন, ২০২০, ১:৫২ এএম says : 0
    সঠিক সিদ্ধান্ত। এই ইসরাইল গোটা বিশ্বের শান্তির জন্য হুমকি।
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১১ জুন, ২০২০, ১:৫২ এএম says : 0
    দখলদার ইহুদিদের এভাবেই সব জায়গাই প্রত্যাখ্যান করতে হবে। তবেই শান্তি আসবে।
    Total Reply(0) Reply
  • বিবেক ১১ জুন, ২০২০, ১:৫৩ এএম says : 0
    ইসরাইলি প্রশিক্ষণ মানে অমনাবিকতা ও অরাজকতা। বয়কট করে সঠিক কাজ করেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ