নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শেষ পর্যন্ত সম্পর্কচ্ছেদই ঘটলো বসুন্ধরা ও কোস্টারিকান ফুটবলার কলিন্দ্রেসের মধ্যে। চুক্তির মেয়াদ শেষে বসুন্ধরা কিংস থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস। চলতি মাসেই তার ঢাকা ছাড়ার কথা। বাংলাদেশ ছাড়ার দিনক্ষণ প্রায় চুড়ান্ত হলেও এদেশের মানুষের আতিথিয়তায় মুগ্ধ কলিন্দ্রেস। তিনি জানান, বাংলাদেশের ফুটবলে বসন্ধরা কিংসের মতো পেশাদার ক্লাবের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিলেও লাল-সবুজের ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যত দেখেন কলিন্দ্রেস।
প্রায় দুই মৌসুম বসুন্ধরার হয়ে ঢাকার মাঠ মাতিয়েছেন কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেস। করোনা দুর্যোগে খেলা বন্ধ থাকায় তার চুক্তি নবায়ণ নিয়ে আলোচনা হয়েছে অনেক। অবশেষে সেই আলোচনার ইতি ঘটলো। তার সঙ্গে চুক্তি আর নবায়ণ করেনি ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফলে আগামী ১৫ জুন ঢাকা ছাড়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই কোস্টারিকান ফরোয়ার্ড।
গত মাসে চুক্তি শেষ হওয়ার পর কলিন্দ্রেস চলতি মাসে মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু গত ১৭ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিপিএলের দ্বাদশ সংস্করণসহ ২০১৯-২০২০ মৌসুমের বাকি অংশ বাতিল ঘোষণা করায় কলিন্দ্রেসের মেয়াদ বাড়ানোর ব্যাপারে বিপাকে পড়ে বসুন্ধরা। তার ওপর এএফসি কাপের খেলা শুরু হতে পারে অক্টোবরের শেষ দিকে। তাই বসুন্ধরা তিন মাস পরই কলিন্দ্রেসের সঙ্গে নতুন করে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু দুইপক্ষের মধ্যে এ ব্যাপারে কোনো সমঝোতা না হওয়াতে চুক্তির মেয়াদ আর বাড়ছে না।
এ প্রসঙ্গে বুধবার বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা কলিন্দ্রেসের সঙ্গে তিন মাস পর চুক্তি করতে চেয়েছিলাম। কিন্তু সে এখনই চুক্তি করতে আগ্রহী। কিন্তু তাকে রাখতে হলে কয়েক মাসে আমাদের এক লাখ ডলার দিতে হতো। এই করোনা পরিস্থিতিতে আমাদের পক্ষে তা সম্ভব নয়। তাই কলিন্দ্রেসকে বিদায় নিতে হচ্ছে।’
গত মৌসুমে বিপিএল ও স্বাধীনতা কাপ জয়ে বসুন্ধরার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কলিন্দ্রেস। এছাড়া এবারের এএফসি কাপের প্রথম ম্যাচে আর্জেন্টাইন হার্নান বার্কোসের সঙ্গেও তার রসায়ন ছিল দেখার মতো। এই অবস্থায় কলিন্দ্রেস চলে গেলেও দলে থাকছেন বার্কোস। ইমরুল আরো বলেন, ‘কলিন্দ্রেস দলে না থাকলেও বার্কোস ঠিকই থাকছে। এছাড়া বিদেশি অন্য খেলোয়াড়দের মধ্যেও কিছুটা পরিবর্তন আসবে। আমরা কলিন্দ্রেসের জায়গায় স্থানীয় অথবা বিদেশি ভালো মানের খেলোয়াড়ও আনতে পারি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।