Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জ ফ্লয়েডকে নিয়ে ফকির আলমগীরের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১:১৩ পিএম

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর বর্ণবাদের শিকার যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডকে নিয়ে নতুন গান গাইলেন। কী আমার বর্ণ কী আমার ধর্ম, আমি কৃষ্ণাঙ্গ নাকি শ্বেতাঙ্গ-এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন কবির বকুল। তার সঙ্গে যৌথভাবে সুর দিয়েছেন ফকির আলমগীর। সংগীতায়োজনে ছিলেন অনু মুস্তাফিজ। ফকির আলমগীর বলেন, জর্জ ফ্লয়েডের ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে আমিও ব্যথিত। খবরটি শোনার পর থেকে প্রতিবাদ করা এবং গান বানানোর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। বকুল গানটি দ্রæত লিখে দেয়ায় কাজটা এগিয়ে গেল। অনু মুস্তাাফিজের সহযোগিতায় পিপিই পরে রেকর্ডিং শেষ করেছি। তিনি জানান, গানটি প্রকাশের জন্য দেশ-বিদেশে বেশকিছু প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছেন। আমিও চাই দেশে প্রকাশের পাশাপাশি গানটি বিশ্ব দরবারে তুলে ধরতে। চলতি সপ্তাহে গানটি প্রকাশ হবে বলে আশা করছি।



 

Show all comments
  • মোঃ আক্কাস বিন আব্দুল হাকিম ১০ জুন, ২০২০, ৫:১৭ পিএম says : 0
    ধন্যবাদ আমার প্রিয় ফকির আলমগীর ভাইকে।আমিও কিছু দিন যাবত চিন্তা করছিলাম আলমগীর ভাইকি এই রকম একটা দূর সময়ে বর্নবিদ্বেসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। ভালো থাকবেন আলমগীর ভাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ