মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দর এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি সোমবার দিনশেষে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে ছোড়া হয়েছে। খবর আরব নিউজ।
খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক একটি ঘাঁটি রয়েছে।
খবরে আরও বলা হয়েছে এর নেপথ্যে কে বা কারা তা উদঘাটনের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। এতে আরো বলা হয়, ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরের কাছে। ৬ই মের পরে এটাই প্রথম বিমানবন্দরের কাছে হামলা। ৬ই মে প্রথম সামরিক সেক্টরের কাছে তিনটি রকেট হামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।