Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আল্লামা আহমদ শফীর চিকিৎসার খবর নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়

অবস্থার কিছুটা উন্নতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০২ এএম

দেশের প্রবীণ আলেম হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার সর্বশেষ অবস্থা জানতে খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার খবর জানতে যোগাযোগ করা হচ্ছে। চিকিৎসায় যাতে কোনো ত্রæটি না থাকে সে বিষয়েও নজর দিতে বলা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি।

এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের তত্ত¡াবধানে তার চিকিৎসা চলছে। ১০৩ বছর বয়সী এ আলেম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তার অন্যকোন জটিলতা নেই। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ