Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া দল নিয়ে জেমি’র ক্ষুব্ধ প্রতিক্রিয়া!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৬:১২ পিএম

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাছাই পর্বের বাকি ম্যাচগুলো আয়োজনের নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। নতুন সূচী অনুযায়ী ফের বাংলাদেশের বাছাই মিশন শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসে। ৮ ও ১৩ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান বিপক্ষে সিলেটে এবং দোহায় কাতারের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। এরপর ঢাকায় ১২ ও ১৭ নভেম্বর ভারত এবং ওমানকে মোকাবেলা করবে জামাল ভূঁইয়া বাহিনী।

এই চার ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্য পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় চেয়েছিলেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে। অনুশীলন শুরু করার আগে আগস্টে জাতীয় দল ঘোষণার কথা বলেছিলেন তিনি। কিন্তু এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে দেয়া হয়েছে! যা সোমবার ফেসবুকে ভাইরাল হয়েছে। জেমি ডের নাম করে কে বা কারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের জন্য ৩৫ জনের একটি তালিকা বানিয়ে ভাইরাল করেছে। বলা হয়েছে- কোচ জেমি ডে প্রাথমিক ক্যাম্পের জন্য এই তালিকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দিয়েছেন। এই তালিকা জেমি’র চোখেও পড়েছে। তিনি এমন অপপ্রচারে দারুণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঙ্গলবার লন্ডন থেকে এই প্রতিবেদককে জেমি বলেন,‘আমি তো কোনো দলই ঘোষণা করিনি। কিন্তু তার আগেই কে বা কারা এই তালিকা দিয়েছে? এটা আসলে ঠিক হয়নি। আমি এটা দেখে বিস্মিত। ৩৫ জনের কাল্পনিক তালিকা যেই তৈরি করুক, সেখানে অনেকের পছন্দের ফুটবলার নেই। তাই তো সমালোচনা শুরু হয়েছে-‘অমুককে ডাকা হয়নি’- অবাক কান্ড! আবার কেউ বলছেন ‘অমুককে নেয়া হয়েছে-খুব ভালো চয়েজ।’

তিনি আরো বলেন,‘যখন কোনো খেলাই নেই, তখন কে বা কারা এ তালিকা বানিয়েছে। এটা ঠিক না, ব্যাড প্র্যাকটিস। এতে ফুটবলাররা বিভ্রান্ত হন। জাতীয় দলের উপর প্রভাব পড়ে। যেখানে আমি কিংবা বাফুফে থেকে দল দেয়া হয়নি সেখানে কীভাবে খেলোয়াড়দের নাম চলে আসলো। বিষয়টা আমার বোধগম্য নয়। আমি সত্যিই বিরক্ত হয়েছি। কি হাস্যকর ব্যপার!’

জেমি ডে যোগ করেন,‘বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছেন তারা কেন স্কোয়াডে নেই। আমি তাদের সত্যটা বলেছি- এটা আসলে আমার দল নয়। আমি আগামী আগস্টের আগে দল ঘোষণা করবো না। কেননা এখন পর্যন্ত দলই তো চূড়ান্ত হয়নি। সর্বশেষ পরিস্থিতি দেখেই দল দিতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ