Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিত শাহকে তৃণমূল এমপির প্রশ্ন : চীন ভারতের কোন অংশ দখল করেছে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ২:৪৬ পিএম

নিজ দেশেই এমন প্রশ্নের মু্খে পড়বেন আশা করেননি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চীন ভারতের কোনও অংশ দখল করেছে, জবাব দিন। এমন প্রশ্ন করেন ডায়মন্ড হারবারের তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লাদাগ সীমান্তে পরিস্থিতি ঠিক কী রকম? চিন কি ভারতীয় ভূখণ্ডের কোনও অংশ দখল করেছে? প্রশ্ন করেন জবাব চান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল সভা ছিল অমিত শাহের। সে সভা থেকে প্রত্যাশিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণও করেন তিনি। কিন্তু সভা শুরু ২৪ মিনিট আগের এমন প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার তার দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেন। তিনি বলেন, দুঃসময়ে একবারও অমিত শাহকে বাংলার জন্য কিছু বলেননি। আশা করি লাদাগ সীমান্ত নিয়ে করা প্রশ্নের জবাব তিনি দেবেন— টুইটে এমনও লিখেছিলেন পশ্চিমবঙ্গের শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড। কিন্তু সে প্রশ্নের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন না। বরং ভাষণে কটাক্ষ করলেন অভিষেককে। কিন্তু চিন সীমান্তের পরিস্থিতি প্রসঙ্গে অভিষেকের প্রশ্নের জবাব অমিত শাহের ভাষণে অন্তত শোনা গেল না।

মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘মাননীয় অমিত শাহজি, এই সঙ্কটের সময়ে বাংলা আপনার মুখ থেকে একটাও কথা শুনতে পায়নি, কিন্তু এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আপনি আজ ১ মিনিট সময় দেবেন বলে আমাদের আশা: চিন আমাদের ভূমির অংশ দখল করেছে কি না?’’

সূত্র : আনন্দবাজার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ