প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার কারণে দেশের চলচ্চিত্রের শুটিং দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। গতকাল এফডিসিতে শুটিং শুরু হয়। তবে নতুন কোনো সিনেমার শূটিং নয়। কাজ শেষ না হওয়া একটি সিনেমার আংশিক কাজ হয়। শামীম আহমেদ রনির পরিচালনাধীন বিক্ষোভ নামে একটি সিনেমার বাকী অংশের শুটিংয়ের মাধ্যমে নতুন করে চলচ্চিত্রের কাজ শুরু হয়। তার আগে শুটিংয়ের জন্য এফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুত করা হয়। পরিচালক শামীম আহমেদ রনি জানান, বিক্ষোভ সিনেমাটির বেশিরভাগ শূটিং করোনার আগেই শেষ হয়। কিছু দৃশ্যের শুটিং বাকী ছিল, সেগুলো শেষ করতেই শুটিং করার উদ্যোগ নেন প্রযোজক। সিনেমাটির প্রযোজক সেলিম খান বলেন, বিক্ষোভ সিনেমার কিছু দৃশ্যের শুটিং বাকি। অনুমতি পেয়ে শুটিং করেছি। আশা করছি, আজই পুরো সিনেমার শুটিং শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।