Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১০:১৩ এএম

ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় এক কংগ্রেস নেতা অজয় পণ্ডিত ভারতীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সোমবার বিকালে বাড়ির বাইরে ঘুরছিলেন ৩৫ বছরের কংগ্রেস নেতা অজয় পণ্ডিত ভারতী। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় অজয় ভারতীর।

এদিকে ওই কংগ্রেস নেতাকে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করে বলেন, অনন্তনাগে সরপঞ্চ অজয় পণ্ডিতকে খুনের কথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। একজন তৃণমূল স্তরের নেতার ওপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা করি।

সূত্র: সংবাদ প্রতিদিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ