নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিকেটারদের ফিটনেসের বিষয়টি বিবেচনায় নিয়ে করোনাকালীন পরিস্থিতিতেও তাদের অনুশীলনে ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নির্দেশনা মোতাবেক এই মর্মে তিনটি ট্রেনিং মডিউলও প্রস্তুত করে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।
এখন শুধু নির্দেশনার অপেক্ষা। দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক বিসিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই তারা ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে পারবেন। যার শুরুটা হবে ব্যক্তিগত অনুশীলন দিয়ে। তবে সেই অনুশীলনে একজন ক্রিকেটার সহকারী হিসেবে নিতে পারবেন না একজনকেই।
স্বাভাবিক পরিস্থিতিতে অনুশীলন সেশনে দেখা যায়, ব্যাটসম্যানদের সঙ্গে সঙ্গে একাধিক নেট বোলার ও বল বয় থাকেন। কিন্তু দেশের করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় সতর্কতার অংশ হিসেবে একজনের বেশি সহকারীর অনুমতি দিতে চাইছে না বিসিবি। মূলত ক্রিকেটারদের স্বাস্থ্য বিধির কথা ভেবেই লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্ত। কথায় কথায় গতকালই এ তথ্য দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্তে এসেছি। অন্যান্য সময়ে যেখানে ব্যাটসম্যানরা চারজন করে সহকারী নিতেন এখন সেখানে একজন নিতে পারবেন।’
তবে দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণপ‚র্বক ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই মুহূর্তে অনুশীলনে নিরুৎসাহিত করছেন আকরাম, ‘সত্যি কথা বলতে আমরা এই পরিস্থিতিতে সবাইকেই অনুশীলন করতে নিরুৎসাহিত করছি। এরপরেও যারা আসবে নিজ দায়িত্বে অনুশীলন করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।