Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ কিমি দৌঁড়ে ফিটনেস টেস্ট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৭:৪৭ পিএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে ম্যাচের আগে কঠিন পরীক্ষা দিতে হবে লঙ্কানদের। ফিটনেস পরীক্ষায় টিকতে ২ কিমি দৌঁড়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে এবার ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দিবেন নতুন অধিনায়ক কুশল পেরেরা। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। তাই হয়তো ফিটনেস পরীক্ষায় আরও বেশি কড়াকড়ি লঙ্কানদের। প্রথম ওয়ানডের দলে জায়গা পেতে হলে আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের।
২৩ মের আগে ২ কিলোমিটার দৌঁড়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে কুশল পেরেরার দলকে। তাদের জন্য বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট সময়। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ৮ মিনিট ৩৫ সেকেন্ডের মধ্যে ২ কিলোমিটার দৌঁড় সম্পন্ন করতে হবে। এই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই সুযোগ মিলবে প্রথম ওয়ানডের একাদশে জায়গা করার।
বর্তমান সময়ে লঙ্কান ক্রিকেটাররা বেশ কয়েকবার এই পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। ওই সফরের আগে কলম্বোতে ২ কিলোমিটার দৌঁড়ের ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কোনো ক্রিকেটার যদি এই পরীক্ষায় অনুত্তীর্ণ হন তাহলে আগামী ৪০ দিনের মধ্যে তিনি আরেক বার পরীক্ষা দেওয়ার সুযোগ পান।
প্রসঙ্গত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী রোববার। পরের ম্যাচ দুইটি হবে যথাক্রমে ২৫ মে ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। পুরো সিরিজ জুড়েই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অবস্থান করবেন দুই দলের ক্রিকেটাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ