নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান গোলকিপার মিচেল ল্যাংগেরাক। অবশ্য এই ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন জাপানে ‘জে’ লিগ খেলতে গিয়েই। পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে, তারই ক্লাব নাগোইয়া গ্রাম্পুস।
‘জে’ লিগে ল্যাংগেরাককে নিয়ে করোনায় আক্রান্ত পাওয়া গেলো দুইজন। গত সপ্তাহে এই লিগের আরেক স্ট্রাইকার মু কানাজাকি করোনা টেস্টে পিজিটিভ হয়েছেন। এর পরেই যারা কানাজাকির সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করায় তার ক্লাব। খলোয়াড় ও স্টাফদের শনিবার স্ক্রিনিং করানো হয়। ২৬ জনের মধ্যে ল্যাংগেরাকই পজিটিভ হন। অবশ্য তার মাঝে কোনও উপসর্গই দেখা যায়নি।
৩১ বছর বয়সী ল্যাংগেরাক অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ৮টি ম্যাচই খেলেছেন ২০১৭ সালে। কিন্তু প্রথম পছন্দের গোলকিপার ম্যাট রায়ান থাকায় তার বিকল্প হয়েই থাকতে হয় ল্যাংগেরাককে। সর্বশেষ তিনি খেলেছেন ২০১৮ সালে, তাও বদলি হয়েই। প্রীতি সেই ম্যাচে ওমানকে ৫-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।
এর মাঝেই প্রায় চার মাস বন্ধ থাকার পর জাপানে পেশাদার ফুটবল ফিরবে জুলাইয়ের শুরুতে। অবশ্য দর্শক থাকবে না কোনও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।