Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে চ্যাম্পিয়ন মানতে নারাজ রিয়াল গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

লিগ বাতিল করে শীর্ষে থাকা দলকে সবার আগে চ্যাম্পিয়ন করার ঘোষণা দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। অথচ সেই দেশের গোলরক্ষক স্পেনে এ নিয়ম চান না। কারণ এ নিয়মে চ্যাম্পিয়ন হবে চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনা! আর শেষ পর্যন্ত যদি করোনাভাইরাসের কারণে লিগ বাতিল করে কাতালানদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাহলে এটা খুবই হতাশাজনক হবে বলে জানালেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া।
বেলজিয়ামের পর কদিন আগে শীর্ষে পাঁচ লিগের অন্যতম লিগ ওয়ানও বাতিল করে ফরাসী ফুটবল ফেডারেশন। শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিন্তু স্পেনে এ নিয়মের বিপক্ষে বলার উপযুক্ত যুক্তিও দিয়েছেন কর্তোয়া। সম্প্রতি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কর্তোয়া বলেছেন, ‘মৌসুম আবারও শুরু হলে তো দারুণই হবে। বেলজিয়াম কিংবা ফ্রান্সে শীর্ষে থাকা দলের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ছিল বিশাল। কিন্তু লা লিগায় তা নয়। আমরা বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছি। সুতরাং চ্যাম্পিয়ন হওয়ার এখনও সুযোগ আছে। যদি মৌসুম বাতিল হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক। যেমন ফ্রান্সে যারা অবনমিত হয়েছে, তারা হয়ত নিজেদের শেষ মুহূর্তে বাঁচাতে পারত। তাদের এই সিদ্ধান্ত পছন্দ হবে না এটা নিশ্চিত।’
উদাহরণ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের বিষয়টি তুলে ধরেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক, ‘ইংল্যান্ডে, লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে বুঝতাম। আমি জানি না তারা কত পয়েন্টে এগিয়ে। আমি মৌসুম শেষ করার পক্ষে। আমি মনে করি, একটি চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ শেষে শিরোপা নির্ধারণ হওয়া উচিত। ১১ ম্যাচ আগে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত নেওয়া বেশিই তাড়াতাড়ি হয়ে যায়।’ ডাচ ফুটবলে ঘটা ব্যতিক্রম এক নজিরও দেখিয়ে দেন অভিজ্ঞ এই গোলরক্ষক, ‘নেদারল্যান্ডসে কাউকে চ্যাম্পিয়নও করা হয়নি, আবার কাউকে অবনমিতও করা হয়নি। দ্বিতীয় বিভাগ থেকে যাদের উঠে আসার কথা ছিল, তাদের জন্য খারাপ লাগছে।’
এরই মাঝে ফের অনুশীলনে ফিরেছে স্প্যানিশ দলগুলো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিজ নিজ অনুশীলন মাঠে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এর পরের দিন ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করবে বার্সেলোনার ফুটবলাররা। রিয়াল অনুশীলন শুরু করবে আগামী সোমবার থেকে। তাতে লিগ শুরুর ইঙ্গিত মিলছে স্পষ্টত। স্থগিত হওয়ার আগে লা লিগায় অবশ্য বেশ প্রতিদ্ব›িদ্বতা হয়েছে। শীর্ষস্থানের বদল হয়েছে কয়েক দফা। তাই নিজের দলকে বার্সেলোনার চেয়ে যোগ্য দাবি করেন বেলজিয়ান গোলরক্ষক। তবে আবারও খেলা মাঠে গড়ানোর আগে খেলোয়াড় এবং স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের প্রতিও জোর দিয়েছেন রিয়াল গোলরক্ষক, ‘আমাদের অবশ্যই খেলা শুরু করা উচিৎ, তবে তার আগে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যেহেতু লক্ষণ প্রকাশ ছাড়াও অনেকে করোনায় আক্রান্ত হতে পারে, তাই আমাদের সুরক্ষা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে তবেই মাঠে নামতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল-গোলরক্ষক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ