প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার আগে দেশের বাড়ি খুলনায় গিয়ে আটকা পড়েছেন চিত্রনায়িকা পপি। প্রায় তিন মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। বাবা মা, ভাই বোনের সঙ্গে খুলনাতে নিজ বাড়িতেই আছেন। পপি বলেন, ‘১৯৯৫ সালে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রাজধানীতে গিয়েছিলাম, এরপর আর গ্রামের বাড়িতে এসে এতদিন থাকা হয়নি। এখন পরিস্থিতির শিকার হয়েই গ্রামের বাড়িতেই আছি। এখানে দাদা দাদী নেই। কিন্তু চাচা চাচী, ফুফু, কাজিনরা আছেন। বেশ ভালো সময় কাটছে। পঁচিশ বছর পর এখানে রোজা ও ঈদ পালন করেছি। এদিকে পপি খুলনাতেই করোনায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাবার দেয়া থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিরতরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।