বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় কাজ করার সময় গরম তরল পদার্থে দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় তাদের শরীরে গরম তরল পদার্থ পড়ে। এতে ৬ শ্রমিক দগ্ধ হয়। দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে আবুল কাশেম মারা যায়। পরবর্তীতে মহি উদ্দিন ও নজরুল ইসলামের মৃত্যু হয়। আহত সিকান্দারকে অন্যত্র চিকিৎসা দেয়া হচ্ছে। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন জানতে পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।