মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পাকিস্তানে স্মার্ট লকডাউন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানকে স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূত বলেও আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। একটি টুইট বার্তায় ইমরান খান এসব বলেন। টুইট বার্তায় ইমরান খান বলেন, আমরা এই পদ্ধতির অগ্রদূতদের মধ্যে অন্যতম একটি দেশ। পুরো লকডাউন না করে যে স্থানটি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে সেই স্থানেই লকডাউন করা হচ্ছে। দেশের অর্থনীতির ধস ঠেকানোর জন্য করোনা প্রকোপ থাকলেও লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভাইরাস নিয়েই বেঁচে থাকতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে লকডাউন তুলে নেয়ার পর পাকিস্তানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে রেকর্ড ৫ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৯৮৩ জন। মারা গেছেন ১ হাজার ৯৩৫ জন। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।