Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলের চেয়ে পিএসএল ভালো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লিগের আলোচনায় আইপিএলের নাম সবার ওপরে, এ নিয়ে সন্দেহ সামান্যই। তবে পাকিস্তানের পিএসএলও যে খুব বেশি পিছিয়ে নেই, বরং কিছুক্ষেত্রে আইপিএলেরও এগিয়ে। আইপিএলের মতো না হলেও, ধীরে ধীরে ক্রিকেটারদের কাছে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিচ্ছে পিএসএল। বিশ্বের নামকরা অনেক ক্রিকেটারই এখন আইপিএলের পাশাপাশি পিএসএলেও খেলছেন, আইপিএলে যারা সুযোগ পান না, তারা তো বটেই। এদিকে সাবেক কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের কাছেও মনে হয়, কিছু দিক দিয়ে আইপিএলের চেয়ে পিএসএল ভালো বটেই।
কিন্তু কোন কোন ক্ষেত্রে? বোলিংয়ের মানে আইপিএল পিএসএলের চেয়ে এগিয়ে আছে মনে করেন এই বোলিং কিংবদন্তি, ‘আমি গত কয়েক বছরে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে জিজ্ঞেস করেছি, বোলিংয়ের দিক দিয়ে আইপিএল আর পিএসএলের মধ্যে পার্থক্য কী? তারা সবাই আমাকে বলেছে বোলিং-মানের দিক দিয়ে আইপিএলের চেয়ে পিএসএল এগিয়ে আছে।’ পিএসএলের দলগুলোর বোলিং বিভাগে কোনো দুর্বলতা নেই বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই বোলিং কোচ, ‘আইপিএলের প্রত্যেকটা দলেই অন্তত একটা বোলার থাকবেই, যাকে ব্যাটসম্যানরা পেটাতে পারে। পিএসএলে অমনটা বলা যায় না।’
তবে ওয়াসিম এটাও জানেন, সব দিক বিবেচনা করলে এখনই আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করা উচিৎ না, ‘আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করা ঠিক না। পিএসএল শুরু হয়েছে পাঁচ বছর হলো। এর মধ্যে মাত্র একবার পাকিস্তানের মাটিতে হয়েছে এই টুর্নামেন্ট। আমরাও বুঝতে পেরেছি পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা কত গুরুত্বপূর্ণ। তবে আমার মতে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন পিএসএল। গত এক যুগ ধরে আইপিএল চলছে। তাদের অভিজ্ঞতাও বেশি। অনেক অর্থের ছড়াছড়ি সেখানে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ