Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ম্যানুয়েলও বলেছিল আমি শ্বাস নিতে পারছি না

জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে অংশ নেননি ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে জানা গেল, আরেক কৃষ্ণাঙ্গ যুবক মার্কিন পুলিশের হাতে খুন হয়েছেন। অবশ্য তিনি খুন হয়েছেন গত ৩ মার্চ। তাকোমা পুলিশ তাকে আটক করার পর হত্যা করে। ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস ৩৩ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান ম্যানুয়েল এলিস-এর লাশের ময়নাতদন্ত করে জানিয়েছে, তাকে খুন করা হয়েছে। পুলিশের হেফাজতে খুন হওয়ার সময় জর্জ ফ্লয়েডের মতো বারবার ম্যানুয়েল এলিস বলেছিলেন, আমি শ্বাস নিতে পারছি না। ময়নাতদন্তকারীরা বলছেন, অক্সিজেনের ঘাটতিতে মারা গেছেন ম্যানুয়েল। সেই সঙ্গে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে তাকে। এমনকি তার হার্ট অ্যাটাকও হয়েছিল। সব মিলিয়ে ময়নাতদন্তকারীরা সিদ্ধান্ত জানিয়েছেন, ম্যানুয়েলকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে অংশ নেয়ার পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার সংবাদমাধ্যম ব্লু মবার্গের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনায় জর্জ ফ্লয়েডের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার টেক্সাসে ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেখানেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হওয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্লু মবার্গ। তবে জর্জ ফ্লয়েডের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্পুটনিক, রয়টার্স।



 

Show all comments
  • Md. Humyun Kabir ৭ জুন, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    It is very danger for humunity.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষকৃত্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ