Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনে বিয়ে ও শেষকৃত্যে ব্যয় কমানোর উদ্যোগ

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিয়ে ও শেষকৃত্যানুষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে চীনের কমিউনিস্ট দল। দলের সদস্যদের যতটা সম্ভব কম খরচে এবং সাদামাটাভাবে এসব অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো থেকে যেন কোনোভাবেই কেউ কোনো লাভ করতে না পারে তা নিয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, গত অক্টোবর মাসে দলের আট কোটি ৮০ লাখ সদস্যকে এ ব্যাপারে একটি সহায়িকা দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির পর্যবেক্ষকদল এই সহায়িকা তৈরি করেছে। কমিউনিস্ট পার্টি এসব অনুষ্ঠানের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনতে চায় তা হলো বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠানে সাধারণত উপহার হিসেবে টাকা দেওয়া হয়। বর-বধূর শুভকামনা করে বা শোকাহত স্বজনদের সান্ত¡না হিসেবে এসব উপহার দেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠান সামাজিক মর্যাদারও প্রতীক। দেখা যায়, সামাজিক মর্যাদা বজায় রাখতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে এসব অনুষ্ঠান করা হয়। এগুলো এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। অনেকে এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা বা লাভ পায়। দলের সদস্যদের এ রকম কর্মকা- থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। এ রকম বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠান যেন দৈনন্দিন কর্মকা-কে ব্যাহত না করে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। উৎপাদন, ব্যবসা, শিক্ষা, গবেষণাকাজ এসব অনুষ্ঠানের কারণে বিঘœ না ঘটে সে ব্যাপারটি মাথায় রাখতে হবে। বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠান নিয়ে চীনের পুরোনো এবং প্রথাগত চিন্তাভাবনা ঝেড়ে ফেলতে হবে। এগুলোর আয়োজন যতটা সম্ভব অনাড়ম্বর ও সাদামাটা করতে হবে। ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে বিয়ে ও শেষকৃত্যে ব্যয় কমানোর উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ