Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর শেষকৃত্যে মানুষের ঢল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যেই ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে শত শত লোক অংশ নেন। তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে একটি গ্রামে গত বুধবার এই ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, সেখানকার জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেয়া একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে মানুষের কাছে এসব ষাঁড়ের বেশ কদর। তেমনই একটি ষাঁড়ের মৃত্যুর পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শত শত গ্রামবাসী। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার ওপর ফুল, মালা দেয়া হয়েছে, ধুপ জ্বলছে। আর সামনে-পেছনে চারপাশে কয়েকশ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে। এবিপি, নিউজ২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষকৃত্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ