Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ব্যবসায়ীদের ফের হত্যা শুরু হবে : দুতার্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

মাদক ব্যবসায়ীদের ফের হত্যার হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বলেছেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ড্রাগ ডিলারদের কাছ থেকে ৭৫৬ কেজি স্ফটিক মেথাম্ফেটামিন জব্দ করার পরে শুক্রবার এ হুমকি দেন দুতার্তে। পুলিশের হাতে আটক মাদকের বাজার মূল্য ৫ দশমিক১ বিলিয়ন পেসো (১০২ মিলিয়ন ডলার)। মূল্যবান এই ড্রাগের চালান সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক সবচেযে বড় মাদকের চালান। দুতার্তে বলেন, ফিলিপাইন যে অবৈধ ড্রাগের ট্রান্সশিপমেন্ট পয়েন্টে পরিণত হয়েছিল এটা তার প্রমাণ ছিল। আমি মাদক কারবারিদের অবশ্যই হত্যা করব। দুতার্তের এই হুমকি এমন এক সময়ে এল যখন দুতার্তে প্রশাসনের বিরুদ্ধে মাদকবিরোধী যুদ্ধের নামে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগ করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। এর দু’দিন পরেই মাদক ডিলারদের ফের হত্যার হুমকি দিলেন ক্ষ্যাপাটে এই নেতা। দুতার্তে বলেন, যদি আপনি আমার দেশে ৫ দশমিক ১ বিলিয়ন পেসোর স্ফটিক মেথাম্ফেটামিন বিতরণ করে ধ্বংস করেন, তবে আমি আপনাকে হত্যা করব। বিরোধী এবং মানবাধিকার গ্রুপের ব্যাপক সমালোচনা সত্তে¡ও, ২০১৬ সালে ফিলিপাইনের ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দুতার্তে। আল-জাজিরা।



 

Show all comments
  • ash ৬ জুন, ২০২০, ১:৪৭ এএম says : 0
    GOOD ON YOU MAN ! I BEEN TO YOUR COUNTRY & I SEEN HOW SAFE IS YOUR COUNTRY, GOOD ON YOU ! BANGLADESH SHOULD DO SAME WAY
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ