Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাভিশনে নতুন তিন লাইভ অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ২:৪৭ পিএম

বাংলাভিশনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ৩টি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে। তিনটি অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ জানিয়েছেন, ‘সমসাময়িক বিষয় নিয়ে ও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে স্টুডিওতে উপস্থাপকের উপস্থিতিতে অন-লাইনে অতিথিদের যুক্ত করে এই অনুষ্ঠানগুলো প্রচার করা হবে। ৩টি অনুষ্ঠানের মধ্যে দুইটিতে বিভিন্ন অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা অতিথি হিসেবে সরাসরি অংশগ্রহণ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস-এর সাহায্যে অন-লাইনে যুক্ত হবেন তাঁরা। অনুষ্ঠানে কথা বলবেন, বর্তমানে কিভাবে সময় কাটাচ্ছেন, ব্যক্তিজীবনের গল্প, নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। ‘প্রিয়জন এই সময়ে’ অনুষ্ঠানটি ফেরদৌস বাপ্পী এবং ‘দুর্যোগে ভালবাসা ছড়াই’ অনুষ্ঠানটি শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনা করবেন। আরেকটি অনুষ্ঠান ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা’। এটি উপস্থাপনা করবেন ডা. আফরিন সুলতানা। অন-লাইনে বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহণে দর্শকদের করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্যবিষয়ক নানা পরামর্শ দেওয়া হবে। রাত ৮টা ২৫মিনিটে ‘প্রিয়জন এই সময়ে’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা’ শুক্রবার, ‘দুর্যোগে ভালবাসা ছড়াই’ শনিবার সরাসরি স¤প্রচারিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ