Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে গরুসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:৫৬ পিএম | আপডেট : ১:০৪ পিএম, ৫ জুন, ২০২০

ভূরুঙ্গামারীতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে গরুবাছুর সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানাগেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মোজাহার আলীর বাড়িতে শুক্রবার রাত দুইটার সময় গোয়াল ঘরে মশার কয়েল থেকে সৃষ্ট আগুন মুহুর্তের মধ্যেই গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এদিকে বাড়ির লোকজনের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নিকটবর্তী পুকুর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এসময় গোয়াল ঘরে থাকা গরুর মধ্যে ১ টি গরু পুড়ে মারা যায় এবং ৫ টি গরু অর্ধদগ্ধ হয়। গরুউদ্ধার করতে গিয়ে মোজদার আলীর পুত্র নান্নু মিয়া(১৯) আহত হয়। বাড়ির মালিক মোজাহার আলী জানান অগ্নিকান্ডে গরুবাছুর সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পাথরডুবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,আগুন লাগার সংবাদ পাওয়া মাত্র নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।ঘটনা স্থলে ডাক্তার সহ অন্যান্য সহায়তা পাঠানো হয়েছে। এ ছাড়াও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক ভুমিকা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতার কারনে একটি বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে এলাকাটি রক্ষা পেয়েছে জেনে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ