Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এবার মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন ইরানি চিকিৎসক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৯:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে এবার একজন ইরানি চিকিৎসক মুক্তি পেয়েছেন। একইসঙ্গে ইরান আমেরিকায় অপহৃত সব ইরানি নাগরিককে মুক্তি দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানান, মিথ্যা অভিযোগে আমেরিকায় আটক ইরানি চিকিৎসক ডা. মাজিদ তাহেরি মুক্তি পেয়েছেন।

ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ডা. তাহেরিকে আটক করা হয় এবং তিনি গত ১৬ মাস ধরে আমেরিকার কারাগারে বন্দি ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে ইরানের এই বিজ্ঞানী আমেরিকার ফ্লোরিডায় বসবাস করেছেন।

এদিকে নিরাপত্তা ইস্যুতে ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল হোয়াইট মুক্তি পেয়ে গতকাল (বৃহস্পতিবার) ইরান ত্যাগ করেছেন বলে জানান মুসাভি। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুর পাশাপাশি একজন ইরানি নাগরিকের ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে হোয়াইটকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

মুসাভি বলেন, ওই ইরানি নাগরিক তার অভিযোগ প্রত্যাহার করে নেয়ার এবং অন্যান্য অভিযোগ থেকে তাকে ইসলামি শিক্ষার আলোকে ক্ষমা করে দেয়ার পর হোয়াইটের মুক্তির পথ প্রশস্ত হয়।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ