Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলগাছীতে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৯:৪১ পিএম

নওগাঁর বদলগাছীতে নলক‚পের ঘরের মধ্যে থেকে দুই অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার চাংলা গ্রামে এ ঘটনা ঘটে। 

বদলগাছী থানার ওসি জোবাইর আহমেদ জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১০টার দিকে দুই অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, তারা কী ভাবে ওই মাঠের নলক‚পের ঘরে এলো আর কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। গোয়েন্দারা ঘটনার কারণ উৎঘাটন করতে মাঠে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ